|
ad728
ad728

যুবদলের নামে দখল বাণিজ্য: অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 17-03-2025 ইং
যুবদলের নামে দখল বাণিজ্য: অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ঢাকা, সোমবার: যুবদলের পরিচয় ব্যবহার করে কেউ দখল বাণিজ্যে লিপ্ত হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করে জানাতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে একশ্রেণীর দুষ্কৃতকারী জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। একই সঙ্গে, ফুটপাতকেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী যুবদল সবসময় এসব অবৈধ দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি দখল বাণিজ্যে জড়িত হয়, তবে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত করে অভিযুক্তকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে, কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যমূলকভাবে যুবদলের নাম ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে।

এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

যুবদলের পরিচয় ব্যবহার করে যদি কোথাও দখল বাণিজ্যের ঘটনা পরিলক্ষিত হয়, তবে অপরাধীকে তাৎক্ষণিকভাবে আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে জানানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ জানাতে যোগাযোগ করা যাবে:

নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক: ০১৮১৯২৯৫১০৬

মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ দপ্তর সম্পাদক: ০১৭১২০৬১১৯৮

— কালের কণ্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর