|
ad728
ad728

যুবদল কর্মী রাকিব হত্যাকাণ্ড: প্রধান আসামি ইয়াছিন খান দল থেকে বহিষ্কৃত

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 20-03-2025 ইং
যুবদল কর্মী রাকিব হত্যাকাণ্ড: প্রধান আসামি ইয়াছিন খান দল থেকে বহিষ্কৃত
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নে যুবদল কর্মী মেহেদী হাসান রাকিব (২৫) হত্যার ঘটনায় প্রধান আসামি যুবদল নেতা ইয়াছিন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল আবেদিন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াছিন খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

হত্যাকাণ্ডের পটভূমি

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী পল্টন মোড় এলাকায় বিলের মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে মেহেদী হাসান রাকিবকে পিটিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ইয়াছিন খান ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। একই ঘটনায় গুলিবিদ্ধ হন সাবিদ নামে আরও একজন যুবক।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

বাবার করা মামলায় প্রধান আসামি ইয়াছিন খান

রাকিবের বাবা মজিবর রহমান বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বহিষ্কৃত যুবদল নেতা ইয়াছিন খানকে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয় দলীয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে, দলীয় নেতাকর্মীদের ইয়াছিন খানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় অবস্থান

যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

— কালের কন্ঠস্বর ডেস্ক

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর