|
ad728
ad728

ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 21-03-2025 ইং
ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: যুব কাউন্সিলরবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর যুব কাউন্সিলর'রা আজ মাসিক সভা ও ইফতার মাহফিল করেন। শুক্রবার সিটির টাউনহল মোড়ে এক রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে নগরের বেশকিছু সংখ্যক সমস্যা ও সমাধানের বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। নগর কেমন হওয়া উচিত,কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত—এ বিষয়গুলো নিয়ে যুব কাউন্সিলর'রা গঠনমূলক আলোচনায় মেতে ওঠেন।

অনুষ্ঠানের শুরুতে যুব কাউন্সিলর মোঃ সজিব হাসান (সানি) বলেন, "সামনে ঈদ উপলক্ষে নগর পারি দেওয়া সকল মানুষদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে সচেতন মুলক ক্যাম্পেইন করার কথা জানান। 

যুব কাউন্সিলর'রা পবিত্র মহা রমজানের সকলকে শুভেচ্ছা জানাই, এই মাসের পবিত্রতা আমাদের আত্মার শুদ্ধতা করুক, আমরা যারা যুব সমাজ আছি তারা যাতে মহান রাব্বুল আলামীনের পথে অগ্রসর হতে পারি এবং সমাজের যে কোন দুর্যোগে বা যে কোন বিপদে এগিয়ে আসি এই আহব্বান রইল। আমরা ময়মনসিংহ নগর যুব কাউন্সিল আজকের মাসিক সভায় আগামীতে যুবদের নিয়ে বেশ কিছু পরিকল্পনা করছি যাতে আমাদের ময়মনসিংহ নগর একটি যুব বান্ধব শহরে পরিনত হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত যুব কাউন্সিলর'রা হলেন

ওয়ার্ড নং -০১,০২,০৩ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর যুব কাউন্সিলর সালাউদ্দিন সাদি।

ওয়ার্ড নং -০৪,০৫,০৬ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর যুব কাউন্সিলর মিনহাজুল ইসলাম ও মহিলা যুব কাউন্সিলর শাহিনা আক্তার।

ওয়ার্ড নং -১০,১১,১২ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর যুব কাউন্সিলর অনিরুদ্ধ ইসলাম ঈশান ও মহিলা যুব কাউন্সিলর আফসানা মিলা।

ওয়ার্ড নং -১৩,১৪,১৫ তাকিয়া ইসলাম আঁখি।

ওয়ার্ড নং -১৬,১৭,১৮ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর যুব কাউন্সিলর রবিন মিয়াও মহিলা যুব কাউন্সিলর কনক জাহান।

ওয়ার্ড নং -১৯,২০,২১,২২ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর যুব কাউন্সিলর মোঃ সজিব হাসান (সানি)।

ওয়ার্ড নং -২৩,২৪,২৫,২৬ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর যুব কাউন্সিলর শফিকুল ইসলাম রাজা।

ওয়ার্ড নং -২৭,২৮,২৯,৩০ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ, যুব কাউন্সিলর মোহাম্মাদ রিয়াদ ও মহিলা যুব কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস মীম।

ওয়ার্ড নং -৩১,৩২,৩৩ ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ এর মহিলা যুব কাউন্সিলর ফারজানা বেলি।

যুব কাউন্সিলর ও সম্পাদক রবিন মিয়া ময়মনসিংহ নগর যুব কাউন্সিল এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

-কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর