বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহেল পাইক।
সংঘর্ষের সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মসজিদের নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছিল। এ সময় স্থানীয়দের একাংশ সভাপতি হিসেবে হাফিজুর রহমান চাঁন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম পাইকের নাম সুপারিশ করেন। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেন সোহেল পাইকসহ কয়েকজন। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
হামলার অভিযোগ
প্রত্যক্ষদর্শীদের দাবি, মসজিদের ভেতরে সংঘর্ষের সময় ছাত্রদল নেতা মঈন পাইক নেতৃত্বে ৫-৬ জনের একটি দল সোহেল পাইকের ওপর হামলা চালায়। এ সময় তাকে জিআই পাইপ দিয়ে মারধর করা হয়, যার ফলে তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সোহেল পাইক বলেন, "মসজিদ কমিটি গঠন নিয়ে মতবিরোধের কারণে মঈন পাইক জিআই পাইপ দিয়ে আমাকে মারধর করেছে, এতে আমার হাত ভেঙে গেছে। আমি আইনগত ব্যবস্থা নিতে চাই।"
অভিযুক্তদের বক্তব্য
অন্যদিকে, অভিযুক্ত মঈন পাইকের বাবা জাকির পাইক তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার ছেলে সোহেল পাইকের ওপর হামলা করেনি। সে মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।"
প্রশাসনের অবস্থান
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, "ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় প্রতিক্রিয়া
এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা চান, মসজিদ কমিটি গঠনের মতো বিষয় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। অনেকে অভিযোগ করেছেন, রাজনৈতিক বিভক্তির কারণে ধর্মীয় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণেও সংঘর্ষ সৃষ্টি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
পরবর্তী পদক্ষেপ
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আহত সোহেল পাইকের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে, প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয়দের আহ্বান, মসজিদ কমিটি গঠনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ সমাধান খোঁজা উচিত।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |