|
ad728
ad728

কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 22-03-2025 ইং
কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কটিয়াদী (কিশোরগঞ্জ), ২২ মার্চ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে কমিটি-সংক্রান্ত সভা চলাকালে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২২) নিহত হয়েছেন। তিনি মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মালদ্বীপ প্রবাসী ছিলেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশিকসহ চারজন আহত হন।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

সংঘর্ষে আহতদের দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

বিক্ষোভ ও উত্তেজনা

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে। তারা কটিয়াদী সরকারি হাসপাতাল থেকে কটিয়াদী বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল শেষে থানায় যায় এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।


নিহতের মা রিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, তাদের বিচার চাই। তবে মামলা করলেও টাকা দিলেই সব শেষ হয়ে যায়, বিচার আর হয় না।"

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, "স্কুল কমিটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আশিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

বিএনপির প্রতিক্রিয়া

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, "এ ঘটনা দুঃখজনক। যারা অপরাধ করেছে, তারা যেই দলের হোক না কেন, অপরাধী হিসেবে বিচার পেতে হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।"

এদিকে, এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

— কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর