কালের কণ্ঠস্বর ডেস্ক
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মর্ডান মোড়ে একটি বিশেষ সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে পুলিশের এই সাময়িক নিয়ন্ত্রণকেন্দ্রের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, বিপিএম।
এ সময় তিনি মর্ডান মোড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন এবং যানবাহন ও যাত্রী নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
যানজট ও নিরাপত্তায় বিশেষ নজরদারি
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, "প্রতিবারের মতো এবারও যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাব-কন্ট্রোল রুমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিরসন, টিকিট কালোবাজারি রোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করবে।"
তিনি আরও বলেন, "যদি কেউ ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে বা গণপরিবহনে নৈরাজ্য চালানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
•উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, অধিনায়ক, র্যাব-১৩
• ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান
• ডিসি (অপরাধ দক্ষিণ) আবু সালেহ মো. আশরাফুল আলম
• ডিসি (ট্রাফিক) মো. আব্দুর রশিদ
•অতিরিক্ত ডিসি (গোয়েন্দা বিভাগ) মো. রুহুল আমিন
• অতিরিক্ত ডিসি (ট্রাফিক) লিমন রায়
• মটর মালিক সমিতির সভাপতি শরিফুল আলম হিরু ও সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ
•বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক
যাত্রীদের জন্য বিশেষ বার্তা
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে ও পরে যাত্রীদের নিরাপত্তায় নিয়মিত টহল ও নজরদারি চলবে। মলম ও অজ্ঞান পার্টি, চাঁদাবাজি কিংবা কোনো অপরাধমূলক তৎপরতা রোধে পুলিশ, র্যাব ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
এছাড়া, ঘরমুখো মানুষ যেন বাড়ি ফেরার সময় হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হবে।
সকলকে সতর্ক থাকার আহ্বান
সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যেকোনো সমস্যায় যাত্রীরা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
(কালের কণ্ঠস্বর/রংপুর/২৬ মার্চ ২০২৫)
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |