|
ad728
ad728

আদালত প্রাঙ্গণে সাবেক এমপি ও জামায়াত নেতার করমর্দন, ভাইরাল ছবিতে মিশ্র প্রতিক্রিয়া

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 08-04-2025 ইং
আদালত প্রাঙ্গণে সাবেক এমপি ও জামায়াত নেতার করমর্দন, ভাইরাল ছবিতে মিশ্র প্রতিক্রিয়া
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী-১ আসনের (সদর ও গোয়ালন্দ) সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সঙ্গে করমর্দনের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সোমবার (তারিখ) রাজবাড়ী সদর আমলি আদালতে তাকে হাজির করা হলে বিচারক মো. তামজিদ আহমেদ কাজী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ডিএমপির গোয়েন্দা পুলিশ গত রোববার রাতে তাকে ঢাকার মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩০ আগস্ট রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। মামলায় আরও ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।

করমর্দনের বিষয়ে জামায়াত নেতা অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, “আমি একটি মামলার কাজে আদালতে ছিলাম। হঠাৎ করেই সাবেক এমপি আমাকে দেখে হাত বাড়ান, আমি সৌজন্যতাবশত হাত মেলাই। ঘটনাটি একান্তই ব্যক্তিগত, এটিকে ভিন্নভাবে দেখা অনুচিত।”

ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ একে মানবিক সৌজন্যতা হিসেবে দেখলেও, অন্যরা রাজনৈতিক প্রেক্ষাপটে এটিকে সমালোচনার চোখে দেখছেন।

একটি মতামত অনুযায়ী, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলেও জামায়াত নেতা হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই তার পেশাগত জীবন চালিয়ে যেতে পেরেছেন। ফলে হয়তো তিনি ব্যক্তিগত কৃতজ্ঞতা থেকে এমন আচরণ করেছেন।

কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Grantsburg)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর