কালের কন্ঠস্বর || ২১ এপ্রিল ২০২৫ ইং
বাংলাদেশে ইন্টারনেটের দাম তিনটি স্তরে কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সোমবার সকালে তিনি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, ফাইবার অ্যাট হোম তাদের আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইন্টারনেট লাইসেন্সি পর্যায়ে তিন থেকে চারটি স্তরে মূল্য হ্রাস পাচ্ছে।
এছাড়া, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি (BSCCL) ইতোমধ্যে ১০ শতাংশ মূল্য হ্রাস করেছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক ১০ শতাংশ মূল্যছাড় চালু করেছে। এই প্রেক্ষাপটে ফয়েজ আহমদ দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকে ইন্টারনেটের দাম যৌক্তিকভাবে কমানোর আহ্বান জানান।
তিনি বলেন, "সরকার ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়ে অপারেটরদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এখন তাদের জাতীয় উদ্যোগে শরিক হওয়ার সময় এসেছে।"
ফয়েজ আহমদ আশা প্রকাশ করেন, মোবাইল ইন্টারনেটের দাম কমালে উচ্চ মূল্যস্ফীতিও কিছুটা কমে আসবে এবং জনগণ স্বস্তি পাবে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |