২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার সকালে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) ময়মনসিংহ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত সাধারণ সভায় বিগত বছরের সাফল্য ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করে এনসিটিএফ সদস্যবৃন্দ। এছাড়া এনসিটিএফ জেলা কমিটির বিভিন্ন পদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়।
স্থানীয় পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সাধারণ নির্বাচনে এনসিটিএফ ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া আক্তার জ্যোতি এর সভাপতিত্বে অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো. মঈন উদ্দিন রায়হান, ইয়েস বাংলাদেশ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, জেলা ভলান্টিয়ার মো. রবিন মিয়া ও সানজানা আফরোজ পপি।
দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ৩৮ জন শিশু অংশগ্রহণ করেন। নির্বাচনে বিভিন্ন পদে ১৬ শিশু প্রতিদ্বন্দিতা করেন। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি পদে মো. হাসানুর রহমান হাসান, সহ-সভাপতি পদে মরিয়ম আক্তার রিয়া, সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোছা. জীদনী খতুন, সাংগঠনিক সম্পাদক পদে রাহাত খন্দকার, শিশু সাংবাদিক পদে উবাইদুল ইসলাম রাহাত ও উম্মে কুলসুম , শিশু গবেষক পদে সাদেক আহমেদ শ্রাবণ ও খুশি আক্তার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার পদে সামির হোসেন ও উম্মে আইমান জোনাকি।
নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও সদ্য সাবেক কমিটির সদস্যের সনদপত্র প্রদান করেন অতিথিরা।
পরে নব-নির্বাচিত এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |