|
ad728
ad728

টিসিবির পণ্য বিক্রিতে নতুন ডিলার নিয়োগ: ১ জুলাই থেকে কার্যক্রম শুরু

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 25-04-2025 ইং
টিসিবির পণ্য বিক্রিতে নতুন ডিলার নিয়োগ: ১ জুলাই থেকে কার্যক্রম শুরু
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নতুন নীতিমালার আওতায় পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ।


রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, “নতুন নীতিমালা অনুযায়ী, ডিলারদের জেলা প্রশাসকের (ডিসি) অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। ১ জুলাই থেকে এই নতুন ডিলারদের মাধ্যমে কার্যক্রম শুরু করবে টিসিবি।”

তিনি আরও জানান, টিসিবির প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে ভোজ্যতেল, সরাসরি সংস্থাটি নিজেই আমদানি করবে। ফ্যামিলি কার্ড ইস্যুতে কিছু জটিলতা দেখা দিয়েছে—এক পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকে বাদ পড়েছেন। তবে এই সমস্যা জুন মাসের মধ্যেই সমাধানে কাজ করছে টিসিবি।

আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, “টিসিবি লাভের জন্য নয়, অর্থনৈতিক স্থিতিশীলতা ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। সিন্ডিকেটসহ নানা বাধা থাকলেও টিসিবি তার লক্ষ্যে পৌঁছাবে—এটি কেউ থামাতে পারবে না।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর