|
ad728
ad728

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন ময়মনসিংহে

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 30-04-2025 ইং
  • 18560 বার পঠিত
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন ময়মনসিংহে
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পবিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় (বুধবার, ৩০ এপ্রিল ২০২৫)। -পিআইডি, ময়মনসিংহ

ময়মনসিংহ, ৩০ এপ্রিল ২০২৫ (বুধবার)
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা পরিষদ মিলনায়তনে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে “সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় দিবসটি উদযাপন করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন। তিনি বলেন, “আমরা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানলেও তা যথাযথভাবে প্রতিফলিত হয় না আমাদের আচরণে। শব্দ দূষণ শুধু আমাদের শরীর নয়, পরবর্তী প্রজন্মকেও ঝুঁকির মধ্যে ফেলছে।” তিনি আরও বলেন, “শিল্পকারখানা, হাসপাতাল, বাণিজ্যিক ভবনসহ সবক্ষেত্রে শব্দ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে সামাজিক ও বিবাহ অনুষ্ঠানে রাতের বেলায় শব্দ ব্যবহারে সতর্কতা জরুরি।”

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান বলেন, “শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, উদ্বেগ ও শ্রবণশক্তি হ্রাসের মতো স্বাস্থ্য সমস্যা বাড়ছে। এই বিপর্যয় মোকাবেলায় সব বিভাগকে একসাথে কাজ করতে হবে।” সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মো. নাজমুল হুদা। দিবসটি উপলক্ষে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপপরিচালক মেজবাবুল আলম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর