|
ad728
ad728

টেস্টকে বিদায় জানালেন কোহলি, বোর্ডের অনুরোধ উপেক্ষা

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 12-05-2025 ইং
  • 5743 বার পঠিত
টেস্টকে বিদায় জানালেন কোহলি, বোর্ডের অনুরোধ উপেক্ষা
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

স্পোর্টস ডেস্ক, কালের কন্ঠস্বর | ১২ মে ২০২৫
ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ অবশেষে উপেক্ষিতই থেকে গেল। রোহিত শর্মার পথ ধরেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন বিরাট কোহলি। সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের অন্যতম সফল এই ব্যাটসম্যান।

মাত্র পাঁচদিন আগে, গত বুধবার টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এবার সেই তালিকায় যোগ হলো বিরাট কোহলির নাম। দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে কোহলি খেলেছেন ১২৩টি ম্যাচ, করেছেন ৯,২৩০ রান। তার ব্যাটিং গড় ৪৬.৮৫, রয়েছে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান। ২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান তাঁর সর্বোচ্চ টেস্ট ইনিংস।

সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় কোহলি লিখেছেন,
“১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।”

তিনি আরও যোগ করেন,
“সাদা পোষাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।”

বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অবসর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। জানা গেছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। যদিও প্রথম টেস্টে শতরান করেছিলেন, বাকিগুলোতে তিনি ব্যর্থ হন। বোর্ড চাইছিলেন ইংল্যান্ড সফরের কঠিন চ্যালেঞ্জে রোহিতের পর অন্তত কোহলিকে পেতে। কিন্তু কোহলি নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন।

রোহিতের মতো কোহলিও কোনো আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। ভারতের টেস্ট ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় শেষ হলো তাঁর এই সিদ্ধান্তে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর