|
ad728
ad728

"বিচারহীনতার সংস্কৃতি ফিরলে ভয়াবহ বিপর্যয় আসবে: গণফোরাম"

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 15-03-2025 ইং
"বিচারহীনতার সংস্কৃতি ফিরলে ভয়াবহ বিপর্যয় আসবে: গণফোরাম"
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

দেশে নতুন নতুন স্লোগানের মাধ্যমে জনগণকে বিভাজিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে বাংলাদেশকে পেছনে ঠেলে দিতে পারি না। অন্যায় আবদার প্রশ্রয় পাবে না।"

শনিবার (১৫ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণফোরামের নেতাকর্মীরা খুন, ধর্ষণের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।

বিচারহীনতার সংস্কৃতির অভিযোগ

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, "একটি মহল দেশকে বিরাজনীতিকরণের অপচেষ্টা চালাচ্ছে। মা-বোনদের ওপর নির্যাতন বাড়ছে, খুন ও ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো অপরাধীদের পুরস্কৃত করা হচ্ছে, তারা জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে।"

আইনশৃঙ্খলার অবনতির কঠোর সমালোচনা

তিনি আরও বলেন, "দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, অথচ অন্তর্বর্তীকালীন সরকার গভীর ঘুমে আচ্ছন্ন। দ্রুত জেগে উঠুন, না হলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না।"

সমাধানের আহ্বান

গণফোরামের নেতারা সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। তারা হুঁশিয়ারি দেন যে, যদি বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকে, তাহলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

- কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর