|
ad728
ad728

বিনা মহাপরিচালকের কক্ষে তালা, বিক্ষোভে উত্তাল গবেষণা প্রতিষ্ঠান

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 17-03-2025 ইং
বিনা মহাপরিচালকের কক্ষে তালা, বিক্ষোভে উত্তাল গবেষণা প্রতিষ্ঠান
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, কালের কণ্ঠস্বর: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। তারা মহাপরিচালকের অপসারণের দাবি জানিয়ে স্লোগান দেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এই বিক্ষোভ ও তালা দেওয়ার ঘটনা ঘটে। এতে গবেষণা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিক্ষোভের কারণ

বিক্ষোভকারীদের অভিযোগ, মহাপরিচালক বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে গত বছরের ৪ আগস্ট ছাত্রদের বিরুদ্ধে লাঠি মিছিলের নেতৃত্ব দেওয়া, ছাত্রলীগের ২৭ জন নেতাকে পদোন্নতি দেওয়া, বঞ্চিতদের জ্যেষ্ঠতার প্রশ্নে গড়িমসি করা এবং নিয়মিত অফিস না করাসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিক্ষোভকারীদের দাবি, একটি প্রভাবশালী চক্রের সমর্থনেই তিনি এ পদে রয়েছেন। তারা অভিযোগ করেন, সাবেক কৃষিমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব (গবেষণা) লুৎফর রহমান শামীমের নেতৃত্বে একটি গোষ্ঠী তাকে ডিজি বানিয়েছে এবং এখনো বিনাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

বিনা’র উপপরিচালক মো. মাজহারুল ইসলাম বলেন, "শুনেছি, ডিজি স্যারের কক্ষে তালা দিয়েছে একদল আন্দোলনকারী। তবে কারা এবং কেন এটি করেছে, তা আমি জানি না। এর আগের দিনও তারা বিক্ষোভ করেছিল।"

মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, "স্যার ঢাকায় মিটিংয়ে আছেন, তিনি আজও অফিসে আসেননি। বিক্ষোভকারীরা এসে কক্ষে তালা লাগিয়ে চলে গেছে।"

চলমান অস্থিরতা

দেশের একমাত্র পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠানে এ ধরনের অস্থিরতা গবেষণার পরিবেশ নষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্দোলনকারীরা ডিজির অপসারণের দাবিতে অনড় থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। বিনা’র গবেষণা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সরকার ও ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর