|
ad728
ad728

গৌরীপুরে মোবাইল ব্যবসায়ী সুকান্ত দাস ছুরিকাহত: ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 10-04-2025 ইং
গৌরীপুরে মোবাইল ব্যবসায়ী সুকান্ত দাস ছুরিকাহত: ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার, কালের কন্ঠস্বর | গৌরীপুর, ময়মনসিংহ |

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পাটবাজার মোড়ের মোবাইল ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মম টেলিকম’-এর স্বত্বাধিকারী সুকান্ত দাস (৪৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুকান্ত দাস জানান, তিনি রাতে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা রিকশাতেই তাঁর ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে তাকে গুরুতর জখম করা হয় এবং সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে তিনি প্রাণপণে ব্যাগ আঁকড়ে ধরলে এবং আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

তাকে তাৎক্ষণিকভাবে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুয়াদ জানান, সুকান্তের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার জানান, এখনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর