ফিলিস্তিনে দখলদার ইসরাইল বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সেনাবাহিনীর নির্মম গণহত্যা, অবরোধ ও মানবতাবিরোধী কার্যক্রমের প্রতিবাদে আজ শুক্রবার ময়মনসিংহে বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের "২৮ নং ওয়ার্ডের উলামায়ে কেরাম, যুব সমাজ ও তাওহিদী জনতার" ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শত শত ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজ ও মানবতাবাদী নাগরিকরা।
আজ দুপুর তিন ঘটিকায় আকুয়া বাইপাস মোড়ে বিক্ষোভকারীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির ইতি ঘোষণা করেন। এবং এর আগে একটি বিশাল মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে নানা স্লোগানে স্লোগানে আকুয়ার আকাশ বাতাস মুখরিত করেন।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরাইল রাষ্ট্র একটি জাতিগনীয় নিধনের খেলায় মেতে উঠেছে। শিশু, নারী, বৃদ্ধ—কোনো শ্রেণিই রক্ষা পাচ্ছে না তাদের বোমা ও গুলির আঘাত থেকে। অথচ তথাকথিত সভ্য বিশ্ব চোখ বুঁজে আছে। এই পরিস্থিতিতে আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হচ্ছে প্রতিবাদ জানানো এবং গণচেতনা সৃষ্টি করা।”
বক্তারা আরও বলেন, “আমরা ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে বয়কটের আহ্বান জানাই। আমাদের প্রতিটি পয়সা যেন এই বর্বর হত্যাযজ্ঞে কাজে না লাগে, তা নিশ্চিত করতে হবে। একইসাথে আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, অনেক ইসলামিক রাষ্ট্র আজ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। মুসলিম বিশ্বের এই নির্লজ্জ নিরবতা ইতিহাস একদিন ক্ষমা করবে না।”
বিক্ষোভকারীরা স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ইসরায়েলি পণ্য চিহ্নিত করে তা বর্জনের অনুরোধ জানান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
মিছিলে অংশ নেওয়া এক তরুণ বলেন, “আমরা চাই না আমাদের উপার্জিত অর্থ দিয়ে ফিলিস্তিনের শিশুদের রক্ত ঝরানো হোক। তাই পণ্য বর্জনের মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলছি। এটা শুধু প্রতিবাদ নয়, একটুখানি মানবতা রক্ষার চেষ্টা।”
বিক্ষোভ শেষে ফিলিস্তিনের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
নোট : “কালের কন্ঠস্বর” - পরিবারের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে এবং এই ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |