কালের কন্ঠস্বর | ২০ এপ্রিল ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও আন্তর্জাতিক যুদ্ধসংক্রান্ত অবস্থানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল (শনিবার) নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগোসহ দেশটির প্রধান শহরগুলোতে হাজারো মানুষ এসব বিক্ষোভে অংশ নেয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার সকাল থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। তারা অভিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে নানা রকম প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করেন।
বিক্ষোভকারীদের মতে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের অপব্যবহার করে লাখো অভিবাসীকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে। সরকারি চাকরিতে ছাঁটাই, অভিবাসন দমন এবং গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সরকারের কঠোর অবস্থান জনগণের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে।
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস সংলগ্ন লাফায়েট স্কয়ারে এক বিক্ষোভকারী বলেন,
"ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা আমাদের প্রতিবেশী, সহপাঠী এবং সহকর্মীদের পাশে দাঁড়াতে চাই। এজন্যই আমরা রাস্তায় নেমেছি।"
বিক্ষোভে অংশ নেওয়া অনেককেই ফিলিস্তিনি পতাকা হাতে এবং ঐতিহ্যবাহী কেফিয়াহ গলায় জড়ানো অবস্থায় দেখা গেছে। তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্প প্রশাসনের নীরবতা ও সমর্থনের প্রতিবাদ জানান।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়েও ছিলো ব্যাপক ক্ষোভ। অনেক বিক্ষোভকারী ইউক্রেনের পতাকা উড়িয়ে যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। যারা মনে করছেন, ট্রাম্প প্রশাসন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল কমিয়ে দিয়ে বাকস্বাধীনতা ও একাডেমিক পরিবেশকে হুমকির মুখে ফেলছে।
এই বিক্ষোভগুলো প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ আরও মানবিক, অংশগ্রহণমূলক ও সহনশীল রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় আজ ঐক্যবদ্ধ।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |