কালের কন্ঠস্বর || স্পোর্টস
মেসিকে একনজর দেখতে কলম্বাস শহরের সীমা পেরিয়ে গিয়েছিল দর্শকের ঢল। ২০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন কলম্বাস ক্রুর নিজস্ব স্টেডিয়ামে জায়গা সংকুলান না হওয়ায়, ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ১৪৫ কিলোমিটার উত্তরের হান্টিংটন ব্যাংক ফিল্ডে, যেখানে ধারণক্ষমতা প্রায় ৬৭ হাজার।
ন্যাশনাল ফুটবল লিগের ক্লিভল্যান্ড ব্রাউন্সের স্টেডিয়াম হলেও এটি মালিকানাধীন কলম্বাস ক্রুরই, যার পেছনে আছেন জিমি ও ডি হ্যাসল্যাম।
রবিবার (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত এই ম্যাচে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৬১৪ জন দর্শক—কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ! গ্যালারির রঙ আর চিৎকারে বোঝার উপায় ছিল না, কে স্বাগতিক আর কে অতিথি। তবে যত সমর্থনই থাক, জ্বলে উঠতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
তবে জয় হাসিল করেছে তাঁর দলই। বেনহামিন ক্রেমাস্কির হেড থেকে পাওয়া একমাত্র গোলে ইন্টার মিয়ামি ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রুকে। এই জয়ে এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল হয়ে উঠেছে মিয়ামি, যার পয়েন্ট ৮ ম্যাচে ১৮ (৫ জয়, ৩ ড্র)।
পয়েন্ট তালিকায় বর্তমানে মিয়ামি আছে তিনে। এক ম্যাচ বেশি খেলে শীর্ষ দুইয়ে রয়েছে শার্লট এফসি ও সিনসিনাটি এফসি, যাদের পয়েন্ট ১৯।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |