কাশ্মিরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, তার সর্বশেষ সংযোজন ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামক ক্ষেপণাস্ত্র হামলা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বলিউডে শুরু হয়েছে সেই অভিযানের চলচ্চিত্রায়নের তোড়জোড়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপারেশনটি নিয়ে ইতিমধ্যেই ১৮টি প্রযোজনা প্রতিষ্ঠান ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (IMPPA) কাছে ‘অপারেশন সিঁদুর’ শিরোনামের নিবন্ধনের জন্য আবেদন করেছে। তালিকায় রয়েছে বলিউডের নামকরা প্রতিষ্ঠান টি-সিরিজ, জি স্টুডিও, এমনকি অশোক পণ্ডিত ও মধুর ভাণ্ডারকরের মতো খ্যাতনামা নির্মাতাও।
পরিচালক অশোক পণ্ডিত জানান, “শিরোনাম নিবন্ধন করা আমাদের প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে সিনেমা হবে কিনা তা সময়ই বলবে, তবে এমন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আমাদের আগ্রহ স্বাভাবিক।”
ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাত এবং সেনা অভিযানের পটভূমিতে বলিউডে ছবির নির্মাণ নতুন কিছু নয়। তবে ‘অপারেশন সিঁদুর’-এর মতো তাৎক্ষণিক ও সাম্প্রতিক ঘটনা নিয়ে চলচ্চিত্রের উদ্যোগ যে বলিউডের কন্টেন্ট বাণিজ্যের আরেক নজির, তা বলাই যায়।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |