বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাত্রা থেকে বাধা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তিনি থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিলেও ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুপুর ১টা ৩৫ মিনিটে চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে ইমিগ্রেশনের শেষ ধাপে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়নি।
শেখ শাইরা শারমিন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের কন্যা এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একইভাবে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের হয়ে জয়ী হন শেখ তন্ময়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
তবে এই বিদেশ যাত্রা বাধার পেছনে কোনো কারণ দেখানো হয়েছে কি না, কিংবা এটি কোনো ওয়ারেন্ট বা সরকারি নিষেধাজ্ঞার অংশ কি না—তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |