গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর পরিচালিত এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকার জুয়েল ও রনির বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, ইলেকট্রনিক যন্ত্রাংশ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জুয়েলের বাড়ি থেকে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর, একাধিক অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, গ্রামীণ, স্কুটো, এয়ারটেল-রবি, ও বাংলালিংক সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জুয়েল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া গেছে কিছু সিম কার্ড, হার্ডডিস্ক, পেনড্রাইভ, পিসি, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসিটিভি ক্যামেরা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত ডায়রি খাতা। রনিও অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না, ফলে তাকেও আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযানের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যৌথবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |