|
ad728
ad728

কক্সবাজারে ভেজালবিরোধী অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 22-03-2025 ইং
কক্সবাজারে ভেজালবিরোধী অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কক্সবাজার, ২২ মার্চ: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলায় ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব ও অংশগ্রহণকারী সংস্থাগুলো

অভিযানে র‍্যাব-১৫, আনসার ব্যাটালিয়ন, বিএসটিআই টিম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, এবং র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান অংশ নেন। বিএসটিআই কক্সবাজারের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

অভিযানে কক্সবাজার শহরের লারপাড়া এলাকায় মুনতাইজ আইসক্রিম কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং ও স্যাকারিন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লারপাড়ার নাজিম আচার কারখানায় লাইসেন্সবিহীনভাবে কারখানা পরিচালনা ও নকল বিএসটিআই নম্বর ব্যবহার করে আচার বাজারজাত করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের বদর মোকাম এলাকায় একটি সুপার শপে অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরি, ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়া এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণতার তারিখ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউশন ও মামলা

অভিযানে প্রসিকিউশন দেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক। পাশাপাশি, ভেজালবিরোধী আইন অনুযায়ী তিনটি মামলা দায়ের করা হয়েছে।

ভবিষ্যতে অভিযান চলবে

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, "ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য।"

— কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর