|
ad728
ad728

ময়মনসিংহে ইলমাউন হত্যা মামলায় সিপিএসসি, র‌্যাব-১৪ এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে আসামী গ্রেফতার

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 29-03-2025 ইং
ময়মনসিংহে ইলমাউন হত্যা মামলায় সিপিএসসি, র‌্যাব-১৪ এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে আসামী গ্রেফতার
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহ, ২৮ মার্চ ২০২৫: ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইলমাউন  ইমন (১৫) হত্যা মামলায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এবং সিপিসি-২, র‍্যাব-১, উত্তরা, ঢাকা-এর যৌথ অভিযানে ডিএমপি ঢাকার বিমান বন্দর থানা এলাকা থেকে প্রধান আসামী মোঃ সুরুজ আলী (৫৫) গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব-১৪, ময়মনসিংহ বিশেষ কার্যক্রম গ্রহণ করে অভিযানে সফলতা অর্জন করেছে।

ঘটনার বিবরণ: ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাসিন্দা নুরে আলম ওরফে আঙ্গুর (৪২) গত ২৬ জুলাই ২০২৪ খ্রি. তার ছেলে ইলমাউন ওরফে ইমন (১৫) কে হত্যা করে ফেলেন বলে অভিযোগ করেন। অভিযোগে জানানো হয়েছে যে, জমি-জমা নিয়ে বিবাদ চলছিলো এবং সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটে। ২৬ জুলাই দুপুরে ইমন পুকুরে গোসল করতে গেলে সেখানে তার সাথে বিবাদী রুবেল মিয়ার সাক্ষাৎ হয়। এরপর সন্ধ্যায় ইমনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরে, বাদী নুরে আলম ওরফে আঙ্গুর ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখঃ ২৮/০৭/২০২৪ খ্রি.

তদন্ত ও গ্রেফতার: ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ তদন্ত শুরু করে এবং আসামীদের ধরতে অভিযান চালায়। র‌্যাব-১৪ এর অধিনায়ক এর নেতৃত্বে গত ২৮ মার্চ ২০২৫ খ্রি. রাত ২১:২০ ঘটিকায় ঢাকা বিমান বন্দর থানা এলাকা থেকে অভিযানে অংশগ্রহণ করে মোঃ সুরুজ আলী (৫৫), পিতা- মৃত বছির উদ্দিন, সাং-তেলিগ্রাম, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ সুরুজ আলী বর্তমানে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনা সিপিএসসি ও র‌্যাব-১৪ এর সফল অভিযান এবং ময়মনসিংহ জেলা পুলিশের আন্তরিকতা এবং কঠোর তদন্তের ফলস্বরূপ সম্ভব হয়েছে।

(প্রতিবেদক)
কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর