কালের কন্ঠস্বর | ৯ মে ২০২৫
ময়মনসিংহে মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত স্বপন শহরের আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা এলাকার বাসিন্দা এবং আনন্দমোহন কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে আকুয়া এলাকায় স্বপন ও তার চাচাতো ভাই আমির হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে স্বপন মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে স্বপনের চাচা পারভেজকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দিলীপ কারাগারে ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির পর থেকেই তিনি মামলা প্রত্যাহারের জন্য স্বপনের পরিবারের ওপর চাপ দিতে থাকেন।
নিহতের চাচাতো ভাই আরাফাত অভিযোগ করেন, “দিলীপ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। মামলা না তোলায় পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |