|
ad728
ad728

ময়মনসিংহ শহরের যানজট নিরসনে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 20-05-2025 ইং
  • 2017 বার পঠিত
ময়মনসিংহ শহরের যানজট নিরসনে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, কালের কন্ঠস্বর | ময়মনসিংহ, ২০ মে:
ময়মনসিংহ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মুফিদুল আলম মোহন, ময়মনসিংহ জেলা মিশুক, বেবী ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল, জেলা অটোবাইক শ্রমিক সমিতির সভাপতি সোহাগ আহমেদ খান।

সভায় যানজট নিরসনে চলমান কার্যক্রম, চিহ্নিত সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর জোর দেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর