|
ad728
ad728

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 25-05-2025 ইং
  • 288 বার পঠিত
সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি
ছবির ক্যাপশন: সচিবালয়ে শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে বিক্ষোভ মিছিলে যোগ দেন

কালের কন্ঠস্বর | ঢাকা, ২৫ মে ২০২৫
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার সকাল থেকেই শত শত কর্মকর্তা ও কর্মচারী সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে দপ্তর ছেড়ে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘অবৈধ কালো আইন মানব না’, ‘নিবর্তনমূলক অধ্যাদেশ বাতিল করো’—এই ধরনের স্লোগান দিতে দিতে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে ঘুরে বেড়ান।

সংযুক্ত পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত অধ্যাদেশে এমন কিছু ধারা রয়েছে, যা কর্মকর্তা-কর্মচারীদের অধিকার খর্ব করবে এবং তাদের চাকরির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর সংশোধনের মাধ্যমে এই অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে, এতে ৪৫ বছর আগের কিছু বিতর্কিত বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিষদের নেতারা বলেছেন, “এই অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তাদের যেকোনো সময় শাস্তি দেওয়ার বা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হচ্ছে। এটি একটি সংবিধানবিরোধী কালাকানুন, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

তারা আরও জানান, খসড়াটি পুনর্বিবেচনার দাবি মানা না হলে আন্দোলন আরও জোরালো ও দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর