|
ad728
ad728

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 13-05-2025 ইং
  • 3833 বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ছবির ক্যাপশন: আদালত প্রাঙ্গণে মমতা বেগম

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং গুলিবর্ষণ করা হয়। এতে সাগরের বুকে গুলি লেগে তা শরীর ভেদ করে বের হয়ে যায়। পরে তিনি মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার চার মাস পর, ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে নামীয় এবং আরও ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম ছিলেন মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

এ ঘটনায় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর